জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে এ মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, সরিষাবাড়ী উপজেলার করগ্রাম পশ্চিমপাড়া এলাকার হারুনের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের ধারের টাকা নিয়ে কলহ চলছিল। টাকা পরিশোধে অস্বীকৃতি জানালে ২০১২ সালের ১১ জুলাই বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী হারুন ও তার দুই বোন রিজু বেগম ও রাজিয়া বেগম এবং বাবা ওয়াদুদ মন্ডল মাহমুদা বেগমকে মারধর করেন। স্বামী গলা চেপে ধরেন ও অন্য আসামিরা বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মাহমুদাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত মাহমুদা বেগমের বাবা খলিলুর রহমান বাদী হয়ে চারজনকে আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। তবে আসামি হারুন পলাতক রয়েছে। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামির দুই বোন ও বাবাকে বেকসুর খালাস দেন আদালত।