জামালপুরে ২ পক্ষের সংঘর্ষে কৃষক নিহত
জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবুল কাশেম দুলাল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আলীরপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে আলীরপাড়া মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্থানীয় আবু মিয়ার একটি ছাগলকে চাপা দেয়, এতে ছাগলটি আহত হয়। এ নিয়ে আমিনুল ইসলামের সঙ্গে আবু মিয়া, আব্দুর রউফের ছেলে বাংগা মিয়া, মদ্দি মিয়ার ছেলে আকরাম হোসেন ও রাশেদুল ইসলামের বাকবিতণ্ডা হয় এবং শিক্ষক আমিনুল ইসলামকে অপমান করে। বিষয়টি নিয়ে স্থানীয় আবুল কাশেম দুলাল ও তাঁর লোকজন প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেম দুলাল কাজের জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে গতকালের ঘটনার জেরে আব্দুর রউফের ছেলে বাংগা মিয়া, আকরাম হোসেন, মেহেদী হাসানসহ কয়েকজন বাধা দেন। বাধা দেওয়াকে কেন্দ্র করে আলীরপাড়ায় উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কাশেম দুলালের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, সংঘর্ষের পর আবুল কাশেম দুলালকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।