জিহ্বা সংযত করুন : তারানা হালিম
জিহ্বা সংযত রাখার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সম্প্রতি বিভিন্ন মন্ত্রীদের মন্তব্যের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি তাঁর ভেরিফাইয়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান। সেখানে তিনি বলেছেন, ‘প্রতিদিন কিছু মন্ত্রী মহোদয়ের কথা শুনলে মনে হয়, কথা দিয়ে দলের ও নেত্রীর ক্ষতি কত প্রকারে করা যায়—সেটা বুঝিয়ে দেওয়ার গুরুদায়িত্ব তাঁরাই নিয়েছেন।’
তারানা হালিমের তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘জিহ্বা বড় জটিল দেহাংশ। বিধ্বংসী অস্ত্রের মতো। একবার বেরিয়ে গেলে ফেরত নেওয়া যায় না। তাই জিহ্বার সংযত ব্যবহার প্রত্যাশা সকলের কাছেই, দল ও মত নির্বিশেষে। বিশেষত, যদি কেউ গুরুত্বপূর্ণ পদে থাকেন, সেই পদের মর্যাদা রক্ষা করা তারই দায়িত্ব।’
এরপর তারানা হালিম আরও লিখেছেন, ‘আমার জানামতে, একটি দলই নির্ধারণ করে তার মুখপাত্র কে বা কারা। আমি আওয়ামী লীগ করি। কিন্তু, আমি জানতে চাই—সকলে দলের মুখপাত্র হলে কার কথা দলের কথা, বুঝবো কীভাবে!!’ তিনি আরও লিখেছেন, ‘কথা কম, কাজ বেশি—এটা ভুলে গেছি কি আমরা?’
‘দুঃসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে-এসময় এমনিতেই এই সমস্যা সমাধানের উপায় মানুষ জানতে চায়, এর মধ্যে কলের গানের মতো একজন তো বিএনপির নিন্দা করতে করতে প্রকান্তরে বিএনপির কথা ভুলতেই দিচ্ছে না। আর প্রতিদিন কিছু মন্ত্রী মহোদয়ের কথা শুনলে মনে হয়, কথা দিয়ে দলের ও নেত্রীর ক্ষতি কত প্রকারে করা যায়—সেটা বুঝিয়ে দেওয়ার গুরুদায়িত্ব তাঁরাই নিয়েছেন।’
এরপর সাবেক এই প্রতিমন্ত্রী লেখেন, ‘আল্লাহ সকলকে জিহ্বা সংযত করার তৌফিক দান করুন। আমিন।’