‘জিয়াউর রহমানের লাশের প্রমাণ নেই কোথাও’
‘বঙ্গবন্ধুর লাশ দাফন হয়েছে টুঙ্গিপাড়ার মাটিতে, জিয়াউর রহমানের লাশের প্রমাণ নেই কোথাও।’ আজ সোমবার সকালে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে এ মন্তব্য করেছেন।
বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর লাশ দাফন হয়েছে টুঙ্গিপাড়ার মাটিতে, তাদের বাড়ির মানুষেরা সেই লাশ দাফন করেছেন। চন্দ্রিমা উদ্যান দখল করেননি। গলা হোক, পচা হোক—মুখ দেখার অধিকার সন্তানের আছে। জিয়াউর রহমানের লাশের প্রমাণ নেই কোথাও।’
আজ সকালে মতিয়া চৌধুরী নালিতাবাড়ীতে মুজিব শতবর্ষ মঞ্চে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ৮১৭টি অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় মতিয়া চৌধুরী টপ টেন শিক্ষার্থীদের মধ্যেও চেক বিতরণ করেন। পরে তিনি প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি করে গাছের চারা বিতরণ করেন।
আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ নির্বাচন যথা সময়েই হবে। প্রার্থীদের তিনি মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে বলেন। আর কর্ম দিয়ে মানুষের মন জয় করতে বলেন।’