জয়পুরহাটে অস্ত্র-গুলি ও মাদকসহ আটক ২
জয়পুরহাটে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, মোটরসাইকেল ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব। আজ শনিবার ভোরে তাঁদের জয়পুরহাট শহরের রেল স্টেশন রোড এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শহরের সাহেবপাড়া মহল্লার সেবা কুমার দাস ওরফে সেবা (৩৫) ও তাঁর সহযোগী রাব্বী হাসান ওরফে অভি (২৪) বুলুপাড়া মহল্লার বাসিন্দা। এর মধ্যে সেবা কুমার দাস চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা যায়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আজ ভোরে সেবা কুমার দাস ও তাঁর কয়েকজন সহযোগী শহরের রেলস্টেশন রোড এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে, গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেলসহ সেবা কুমার দাস ও রাব্বী হাসান নামের দুজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েক বোতল ফেনসিডিলও জব্দ করা হয়।
সেবা কুমার দাস চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও অস্ত্রসহ প্রায় ১০টি মামলা রয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।