জয়পুরহাটে আরো ২৫ জন ‘হোম কোয়ারেন্টিনে’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/30/jaypurhat-corona.jpg)
গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে নতুন করে ২৫ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ ও চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া চারজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
এঁদের মধ্যে করোনা সন্দেহে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের তিন রোগীকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। এঁদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
গতকাল রোববার ওই তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এঁদের একজনের পরিবারের তিন সদস্যসহ প্রতিবেশী ১৫ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।
এ ছাড়া আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগের ভর্তি করা আরো একজন আইসোলেশনে রয়েছেন। এ সময় ৫২ জনকে কোয়ারেন্টিনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বর্তমানে জয়পুরহাটে মোট ১৮০ জন কোয়ারেন্টিনে রয়েছেন।
আজ সোমবার জেলার সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘করোনা সন্দেহে ওই তিনজনের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তাঁরা করোনায় আক্রান্ত কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তখন তাঁদের চিকিৎসার ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া হবে।