জয়পুরহাটে করোনায় প্রথম একজনের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/18/joypurhat.jpg)
জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম মামুন সরদার নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বগুড়ার টিএমএসএস বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়।
জয়পুরহাটের জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মৃত ওই ব্যক্তির করোনা পজিটিভ ছিল। গতকাল শুক্রবার করোনা উপসর্গ নিয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএসে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে জয়পুরহাটে এই প্রথম একজনের মৃত্যু হলো।'
জয়পুরহাট জেলায় এ পর্যন্ত আট হাজার ৮১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল আসে সাত হাজার ৪৯৩ জনের। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২৩ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩৭৮ জন।