জয়পুরহাটে ভুট্টাক্ষেতে অজ্ঞাত লাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/13/ballon_dor_1.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি থানা। ছবি : সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়ায় একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া রেলগেট এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আজ শনিবার সকালে কয়েকজন কৃষক জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া রেলগেট এলাকায় ক্ষেতে কাজ করতে গিয়ে পাশের ভুট্টাক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই লাশের কোনো পরিচয় কিংবা মৃত্যুর রহস্য জানা যায়নি।