জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
জয়পুরহাটে একটি মাদকের মামলায় আরশেদ আলী ওরফে রাশেদ (৫৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আরশেদ আলী ওরফে রাশেদের বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে আরশেদ আলীর বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ৪০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে একই দিন বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাকিব সরকার।
এ ঘটনায় সাক্ষী গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।