জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে পাঁচদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, গত ৫ এপ্রিল বিকেলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে কোনো এক প্রলোভন দেখিয়ে মেয়েটির বাড়ি থেকে ডেকে গোপনস্থানে নিয়ে যায় প্রতিবেশী ইমরান। এ সময় ওই শিক্ষার্থীর বাড়িতে তার বাবা-মা থাকলেও কেউই ইমরানের অসৎ উদ্দেশ্য বুঝতে পারেনি। এরপর ইমরান ওই শিক্ষার্থীকে বিভিন্নস্থানে নিয়ে পাঁচদিন আটকে রেখে তাকে ধর্ষণ করে।
ওসি জানায়, এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা করে। এ মামলার পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে পুলিশ বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে। এ সময় ইমরানের বাড়ির একটি নির্জন কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান এসব অভিযোগ স্বীকার করেছে।
এ দিকে প্রয়োজনীয় চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য আজ রোববার সকালে ওই শিক্ষার্থীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়।