জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/03/ju_rape.jpg)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। বিকেলে মামলার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ মামলার বরাত দিয়ে জানান, গতকাল সকালের দিকে ওই স্কুলছাত্রী তাঁর বাড়ির অদূরে টয়লেটে যাওয়ার সময় সাদ্দাম তাঁকে একা পেয়ে জাপটে ধরে। এরপর মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাঁকে প্রায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। এই সুযোগে অভিযুক্ত সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় গতকাল বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে বখাটে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠায়।