জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/02/accident.jpg)
জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ (৫২) নামের একজন নিহত ও আলাউদ্দিন আল মামুন (৩৩) নামের তাঁর এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ভোটমারি এলাকায়। মোটরসাইকেলচালক আহত আলাউদ্দিন আল মামুন জয়পুরহাটের কালাই উপজেলার আদর্শপাড়া মহল্লার কহিনুর লস্করের ছেলে।
কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আবুল কালাম আজাদ ও আলাউদ্দিন আল মামুন মোকামতলার ওই কোল্ড স্টোরেজ থেকে মোটরসাইকেলে জয়পুরহাট জেলা শহরে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি কালাই বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তারা দুজনে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ মারা যান। আহত আলাউদ্দিন আল মামুন বর্তমানে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’