ঝালকাঠিতে কোয়ারেন্টিন মানছেন না বিদেশফেরতরা, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
ঝালকাঠিতে প্রশাসনের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও ‘হোম কোয়ারেন্টিন’ মানছেন না বিদেশফেরতরা। এতে অস্বস্তির মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
এদিকে, জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করলেও তা উপেক্ষা করেই রাস্তাঘাটে চলাচল করছে অসংখ্য মানুষ। জেলা প্রশাসন ও পুলিশ নিরাপত্তার জন্য শহরের অলিগলিতে অভিযান চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া দোকানপাট বন্ধ ঘোষণা করা হলেও দিনরাত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চিহ্নিত গোলবৃত্তাকার আঁকা থাকলেও জমায়েত হয়ে কেনাকাটা করছে অনেকেই। এ অবস্থায় গতকাল শুক্রবার রাতে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসব পরিস্থিতিতে জেলা প্রশাসন আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি দোকান খোলা রেখে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন। বিকেল ৫টার পরে শুধু ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।