ঝালকাঠিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নূর বানু নামে আরেকজন যাত্রীর মৃত্যু হয়।
গতকাল শনিবার রাত ৮টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার উত্তর বাগড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ যাত্রী ও শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ১৬ জনকে উদ্ধার করেছে। আহতদের মধ্যে আটজন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আশঙ্কাজনক তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে পিরোজপুরগামী যাত্রীবাহী একটি বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিকবাহী একটি ট্রাক আসছিল। পথিমধ্যে বাসটি রং সাইডে এসে ট্রাকটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হন। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস ও ট্রাক দুমড়েমুচড়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও জেলা সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার খোঁজখবর নেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের রাসেল বলেন, আহত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন শঙ্কা মুক্ত। বরিশালে যারা চিৎিসা নিচ্ছে, তাদের মধ্যে একজন ও ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে।