ঝিনাইদহে করোনা উপসর্গে নারীসহ আরো ২ জনের মৃত্যু
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ আরো দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলার এক ব্যক্তি (৫৫) ঢাকায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। ঢাকাতে থাকা অবস্থায় প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। গতকাল রাত ৩টায় ঢাকা থেকে এসে কালীগঞ্জে শ্বশুরবাড়িতে উঠেন। আজ বৃহস্পতিবার ভোরে মারা যায় তিনি।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা শারমিন লুবনা বলেন, ‘মৃত ব্যক্তির দেহে করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির শ্বশুরবাড়িটি লকডাউন করা হয়েছে।
অপরজন হলেন শৈলকুপা উপজেলার এক নারী (৩২)। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এ খবর নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে ওই নারী করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। আজ বৃহস্পতিবার সকালের দিকে তাঁর নমুনা নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সকালের দিকে হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি যাওয়ার পথে আমতলা এলাকায় মারা যান তিনি।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক আব্দুল হামিদ জানান, এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনা উপসর্গ নিয়ে শিশু ও নারীসহ মারা গেলেন ৮ জন। তাদের সবার দাফনের ব্যবস্থা করেছেন ইসলামিক ফাউন্ডেশন।