ঝিনাইদহে করোনা পরিস্থিতির অবনতি, সদর হাসপাতালে অক্সিজেন সংকট
ঝিনাইদহে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় রেকর্ড ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৬১ দশমিক শূন্য ৯ ভাগ। সদর হাসপাতালে করোনা পজিটিভ রোগী আছে ৪৬ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছে আরও ২৫ জন।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। আগামীকাল সকালের মধ্যে অক্সিজেন সরবরাহ না করা হলে বড় ধরনের বির্পযয় দেখা দিতে পারে।’
ডা. হারুন অর রশিদ জানিয়েছেন, আজ শুক্রবার সকালে করোনা পজিটিভ এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালের করোনা ওয়ার্ডে ভারতফেরত তিন শিশু চিকিৎসা নিচ্ছে। করোনা পজিটিভ তারা।
অন্যদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুজন।
ঝিনাইদহে চলছে সর্বাত্মক লকডাউন। জেলা শহরের সব ধরনের ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কাঁচাবাজারগুলোতে ভিড় লক্ষ করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকে সচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেছেন, জনগণকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায়, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।