ঝিনাইদহে করোনা সন্দেহে এইচএসসি পরীক্ষার্থী আইসোলেশনে
ঝিনাইদহের শৈলকূপায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক এইচএসসি পরীক্ষার্থীকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই শিক্ষার্থী শৈলকুপায় নানার বাড়িতে থাকতেন। স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন এ খবর নিশ্চিত করে বলেন, ‘গত ১৪ মার্চ ঢাকা থেকে ওই শিক্ষার্থী নানার বাড়িতে আসেন। আজ সকালে জ্বর- ঠাণ্ডাসহ শ্বাসকষ্ট নিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসার পর তাঁকে ঝিনাইদহ ২৫ শয্যার শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।’
চিকিৎসক আরো বলেন, ‘ছেলেটা ঢাকাতে অবস্থান করার সময় একজন চীনা নাগরিকের সংস্পর্শে ছিলেন। গত কয়েকদিন ধরে ঠাণ্ডা কাশিতে ভুগছিলেন।’
ওই শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাথমিকভাবে এমন সন্দেহ করা হচ্ছে বলে জানান রাশেদ আল মামুন।