ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা সেতু এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ (১৬) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ উপজেলার রানীনগর গ্রামের ইসাহাক বিশ্বাসের ছেলে। সে স্থানীয় মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
শৈলকুপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিল সোহাগ। পথে বড়দা সেতু এলাকায় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।