ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত ও অপর একজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার কাশিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত পাওয়ার টিলার চালক হেলাল উদ্দিনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, উপজেলার কাশিপুর গ্রাম থেকে বিছালিবোঝাই পাওয়ার টিলার উপজেলার শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক ধাক্কা দিলে পাওয়ার টিলার উল্টে চালক হেলাল উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গাড়িতে বসে থাকা অপরজন রাশেদুল ইসলাম আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।