ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজনের
ঝিনাইদহে সার বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানচালক এবং এক নারী যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় সদর উপজেলার বাজার গোপালপুর-কালীগঞ্জ সড়কের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী পিংকি খাতুন (২৮) এবং হাজিডাঙ্গা গ্রামের আত্তাব আলীর ছেলে ভ্যানচালক সাদেকুল ইসলাম (৫০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে চারজন যাত্রী নিয়ে আটলিয়া বাজার থেকে চান্দুয়ালী বাজারের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথিমধ্যে তিন রাস্তার মোড়ে পেছন দিক থেকে আসা একটি সার বোঝায় ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই পিংকি খাতুন নিহত হন এবং আহত হন ভ্যানচালক সাদেকুল ইসলাম। সেখান থেকে সাদেকুলকে উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম রায় বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে।’