টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী’ নিহত
গাজীপুরের টঙ্গীতে কথিত বন্দুকযুদ্ধে রোকন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের দাবি, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। টঙ্গীর মাজার বস্তি এলাকায় গতকাল সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার র্যাব জানিয়েছে, রাতে মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তারা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র্যাবও পাল্টা গুলি করলে রোকন নিহত হন।
এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।