টাঙ্গাইলে ঈদের সকালে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আজ মঙ্গলবার ঈদের দিন বজ্রপাতে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। উপজেলার হাতিয়া এলাকায় আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলো হাতিয়া দক্ষিণপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে রাকিব (১৪), দশাকিয়া ভাড়ারিপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে ফয়সাল (১৩) ও আরিফুল (২৮)। আরিফুল হাতিয়া দক্ষিণপাড়া এলাকার রাজ্জাকের মেয়ের জামাই বলে জানা গেছে।
জানা গেছে, আজ সকালে নদীতে গোসল করতে গিয়েছিল তারা। এর মধ্যে বজ্রপাতে তিন জন নিহত হয়। এ সময় আরও দুজন আহত হয়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।