মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বজ্রপাতের প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে ঈমান তরফদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ঈমান টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাঁও গ্রামের কালাচান তরফদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আজ রোববার (৩১মার্চ) সকালে বৃষ্টি হলে জমিতে গোলা করে রাখা আলু ঢাকতে গেলে বজ্রপাতে ঈমান গুরুতর আহত হয়। পরে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী জানান, ভোরে বজ্রপাতের কারণে ঈমান তরফদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।