টিসিবির তেল ‘কালোবাজারে‘, ছাত্রলীগনেতা কারাগারে
টিসিবির তেল কালোবাজারি করে বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলামের রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আসামিকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
এর আগে গত শুক্রবার বিকেলে আইনুল ইসলামকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পরে র্যাব-২-এর পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এনটিভি অনলাইনকে বলেছিলেন, আইনুল টিসিবির ১২০ লিটার তেল কালোবাজারে বিক্রি করেছেন।
এদিকে আইনুল ইসলামের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মে. ইব্রাহীম এনটিভি অনলাইনকে বলেন, আইনুল ইসলাম গত কমিটিতে ছিল, বর্তমানে তার সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।’
তবে মোহাম্মদপুর থানার এলাকা সুত্রে জানা যায় সে সাবেক কমিশনার রাজিবের অনুসারী ও বর্তমানে যুবলীগের কর্মী।