টেকনাফে দুই লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোররাতে উপজেলার হোয়াইকং ইউনিয়নের নাফ নদের পাড়ে একটি চিংড়ি ঘের থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ফয়সাল হাসান খান জানান, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, এগারোকানী আলমগীরের প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদ পার হয়ে বাংলাদেশে পাচার হবে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সদস্যদের বিশেষ টহলদল ওই এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে গোপনে অবস্থান নেয়। ভোররাতে ওই এলাকা দিয়ে তিনজন চোরাকারবারিকে দুইটি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফ নদ পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়।
এ সময় ওই ব্যক্তিদের দেখা মাত্রই তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। দুষ্কৃতকারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে নাফ নদ সাঁতরে মিয়ানমার চলে যায়।
বিজিবি অধিনায়ক জানান, টহলদল ওই স্থানে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা থেকে দুই লাখ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।