টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক কারবারি’ নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি সীমান্তরক্ষী বাহিনী।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার নাফনদীর নাজিরপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে বিজিবি। দুপুরে টেকনাফ বিজিবি কার্যালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সময় ঘটনাস্থল থেকে তিন লাখ ৬০ হাজার ইয়াবা, দেশিয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বলেন, ‘টেকনাফের নাফনদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে- এমন তথ্যে আজ ভোররাতে সেখানে অবস্থান নেয় বিজিবির সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে গোলাগুলি থেমে গেলে সেখানে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।’
বিজিবি কর্মকর্তা আরও জানান, লাশ উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
অপরদিকে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মোহাম্মদ আলী আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, গতকাল সোমবার গভীর রাতে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকার একটি বাড়ি থেকে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।