টেকনাফে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবার চালান জব্দ করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার ভোরের দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। তবে ইয়াবাগুলো জব্দ করা হলেও পাচারকরীরা পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার দুপুরে টেকনাফ কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক সংবাদ সম্মেলনে জানায়, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাট সংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারিরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিত টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত বস্তা থেকে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
জব্দকৃত ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।