ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাবুল ইসলাম (৪৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
সাবুল ইসলামের মরদেহ সীমান্তে পরে থাকার সত্যতা নিশ্চিত করেছেন পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ।
নিহত সাবুল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।
বিজিবি জানায়, আজ ভোরের দিকে সাবুল ইসলামসহ কয়েকজন মিলে পাড়িয়া সীমান্তের ৩৮৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের ১৭১ বারঘরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা কাঁটাতারের পাশে লাশ পড়ে থাকার খবর বিজিবিকে জানায়। আজ সকালে বিএসএফের বারঘরিয়া ক্যাম্পের জওয়ানরা ওই মরদেহ নিয়ে যায়।
আজ সন্ধ্যায় ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ন কবির জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে ভারতীয় পুলিশের কাছে নিহত সাবুল ইসলামের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ রাতে তাঁর লাশ দেওয়ার কথা জানিয়েছে তারা।