ফরিদপুরে মাটির নিচে মিলল নিখোঁজ রিকশাচালকের মরদেহ
ফরিদপুরে নিখোঁজ হওয়ার চার দিন পর রিকশাচালক হালিম শেখের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে পৌরসভার চুনাঘাটা টাউন এলাকার একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৩১ ডিসেম্বর আলিপুর এলাকার বাসা থেকে রিকশাচালক হালিম শেখ বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিহতের পরিবার গতকাল শুক্রবার কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ অনুসন্ধানে জানতে পারে, চুনাঘাটা মডেল টাউন এলাকার মোখলেসুর রহমানের বাসার ভাড়াটিয়া রিকশাচালক রনি মোল্লার সঙ্গে নিখোঁজ হালিমকে ঘোরাফেরা করতে দেখা গেছে। এরমধ্যে এলাকাবাসী রনির ভাড়া বাসার পেছেনে সম্প্রতি মাটি খোঁড়া হয়েছে এমন সন্দেহে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক স্থানে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন। মরদেহটি নিখোঁজ হালিমের বলে শনাক্ত করেছে তার পরিবার।
পুলিশ সুপার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রনির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।