ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া ৯ কোটি টাকা উদ্ধার
রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ছিনতাই হওয়া ১১ কোটি ২০ লাখ টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুজন পরিচালকসহ সাতজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। ডিবি বলছে, এটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, তুরাগ এলাকা থেকে ডাচ-বাংলার ছিনতাই হওয়া টাকার একটা অংশ ডিবি পুলিশের সদস্যরা উদ্ধার করেছে। খিলক্ষেত এলাকায় টাকা উদ্ধারে এখনো অভিযান চলছে। এ বিষয়ে অভিযান শেষে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
তবে কত টাকা উদ্ধার হয়েছে তা এখনই জানাতে পারেননি এ কর্মকর্তা।
এদিকে দুপুরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এনটিভি অনলাইনকে বলেন, ‘রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ বাংলা ব্যাংকের টাকাভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। সিসি ক্যামেরার দেখে ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালাচ্ছি।’