সিরাজগঞ্জে ব্যাংকের দুই কর্মচারীকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাই
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্ট কর্মচারীকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া শহরের সরকারি আকবর আলী কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। এরা দুজনই এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক এতথ্য নিশ্চিত করে বলেন, অপহরণের তথ্যটি জানার পর আমরা দুই কর্মচারী ও টাকা উদ্ধারে অভিযান চালাই। অভিযান চলাকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে নিয়ামতপুর সড়কের পাশ থেকে ওই দুই কর্মচারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলছেন, অপহরণকারীরা ২৮ লাখ টাকা নিয়ে তাদের মহাসড়কের পাশে ফেলে গেছে।
ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু জানান, মামুন ও মিরাজ মোটরসাইকেলযোগে ২৮ লাখ টাকা নিয়ে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। তারা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে ৫-৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর আমরা পুলিশকে অবগত করি। পরে পুলিশ তাদের উদ্ধার করে।