ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে প্রকাশিত গেজেটে বলা হয়, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।
আজ দুপুরে ডা. মুরাদ হাসান মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। এর আগেই আজ বেলা ১১টার দিকে পদত্যাগপত্রের খসড়া প্রস্তুত করে স্বাক্ষরের জন্য প্রতিমন্ত্রীর ই-মেইলে পাঠানো হয়।
‘ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন’ বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেছেন।
সূত্রটি আজ দুপুরে আরও জানায়, প্রতিমন্ত্রী বর্তমানে চট্টগ্রামে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।