‘ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর হবে সীতাকুণ্ডে নিহতদের মরদেহ’
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন জানিয়েছেন, সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর বিস্ফোরণে নিহতদের সবার ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা করা হবে। এরপরে যাবতীয় নিয়ম অনুসরণ করে পরিবার ও স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে।
আজ রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণের পরে পরিদর্শনে গিয়ে বিভাগীয় কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, ‘নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা এবং প্রাথমিকভাবে আহতদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া, অনেক নিহতদের পরিবার ও স্বজনদের হাসপাতালে মরদেহ শনাক্তের পর নিয়ে যেতে চাইছেন তবে, নিহতদের সবার ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা করা হবে। যাবতীয় নিয়ম অনুসরণ করে পরিবার ও স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে।’
শনিবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের পর এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা। এ ছাড়া আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। রাসায়নিক থাকায় একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে হতাহত হন। পুড়ে যায় ফায়ার সার্ভিসের একটি গাড়িও।