ডিএসসিসির ময়লাবাহী গাড়ির মূলচালক হারুন গ্রেপ্তার
নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির মূলচালক মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। আজ শুক্রবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে র্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
ফারজানা হক বলেন, হারুন অর রশিদকে র্যাব-৩-এর কার্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হবে। এরপর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে থানা হেফাজতে পাঠানো হবে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন জানান, ২০২০ সাল থেকে তিনি ময়লাবাহী গাড়িটি নিয়মিতভাবে চালিয়ে আসছেন। গত ২৪ নভেম্বর তিনি অনুপস্থিত থাকায় তার সহকারী রাসেল গাড়িটি চালান।
হারুন ও রাসেল দুজনেরই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানিয়েছে র্যাব।
গত বুধবার দুপুরে গুলিস্তান হল মার্কেটের সামনে ডিএসসিসির ময়লাবাহী একটি গাড়ি নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈম হাসানকে (১৭) চাপা দেয়। ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান। তিনি সিটি করপোরেশনের চালক নন। টাকার বিনিময়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। ঘটনার পরপর রাসেলকে গ্রেপ্তার করা হয়।
নাঈম নিহতের প্রতিবাদে বুধবার দুপুর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। গতকাল বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। মতিঝিল, গুলিস্তান, ফার্মগেট, উত্তরা, সায়েন্সল্যাব, বেইলি রোড, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে তারা। এতে পুরো রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট, বিপাকে পড়ে কর্মজীবী মানুষ।
চারিদিকে বিক্ষোভ সমাবেশের মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে পান্থপথের বসুন্ধরা সিটির সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ যায় এক সংবাদকর্মীর। নিহত ব্যক্তির নাম মো. আহসান কবির খান (৪৬)। তিনি দৈনিক সংবাদে কাজ করতেন। তাঁর আত্মীয় জহির ইলিয়াস খান বলেন, ‘আহসান কবির খান এর আগে দৈনিক প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। আহসান কবির খান ঝালকাঠি জেলার মো. আব্দুল মান্নান খান ও আমেনা বেগমের ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।’