‘ড্রাইভিং লাইসেন্স নিতে প্রার্থীকে বারবার বিআরটিএ অফিসে যেতে হবে না’
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল মোক্তাদির বলেছেন, ‘ড্রাইভিং লাইসেন্স নিতে প্রার্থীকে বারবার বিআরটিএ অফিসে যেতে হবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএর উদ্যোগে গ্রাহকসেবা সহজীকরণের লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ শুরু হয়েছে। আজ থেকে রাজধানী ঢাকায় এ প্রক্রিয়া শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়েও এটি চালু হবে।’
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিআরটিএ উত্তরা ঢাকা মেট্রো-৩ সার্কেল কার্যালয়ে এ কার্যক্রম পরিদর্শনের সময় এ কথা বলেন আব্দুল মোক্তাদির।
মো. আব্দুল মোক্তাদির বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সব কার্যক্রম আজ থেকে শুরু হলো। প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ কাজ করছে।’
এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট শ্যামল রায়, ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপপরিচালক কাজী মো. মোরছালীনসহ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।