ঢাকার রাস্তায় জীবাণুনাশক ছিটাচ্ছে ওয়াসা
ঢাকা মহানগরীর সড়কগুলোতে জীবাণুনাশক ছিটানোর কাজে সিটি করপোরেশনের পাশাপাশি ওয়াসাও কাজ শুরু করেছে।
আজ শনিবার ওয়াসা ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। এলজিআরডি সচিব এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
রাস্তাঘাটে জীবাণুনাশক ছিটানোর কাজে সিটি করপোরেশনগুলোর সীমাবদ্ধতা থাকায় ওয়াসাকে এই কাজে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান এলজিআরডিমন্ত্রী। একইসঙ্গে ওয়াসা ঢাকা মহানগরীর ৫০টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছে বলেও জানান তিনি।
সিটি করপোরেশনের বাইরে জেলা ও উপজেলা শহরগুলোতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সাধারণ জনগণের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছে বলেও জানান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।