ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৬-২৭ ফেব্রুয়ারি
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২০-২১ সালের মেয়াদের নির্বাচন আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ঢাকা বারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মুনশী ফখরুল ইসলাম এ তথ্য এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি জানান, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে।
ফখরুল হাসান জানান, এবারের নির্বাচনে ২৩টি পদের বিপরীতে মোট ৪৬ প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. আহসান তারিক।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে মো. আবদুল কাদের, সহসভাপতি পদে মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার পদে মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহসাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদক পদে খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন, সমাজকল্যাণ সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, মো. বাহারুল ইসলাম বাহার, মো. মাসুম মৃধা, মো. সাব্বির হোসেন, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান মেরিন, মো. রমজান আলী সরদার রানা, এ বি এম ফয়সাল সারোয়ার, মো. মাইন উদ্দিন, সুলতানা রাজিয়া রুমা এবং ইমতিয়াজ আহমেদ প্রিন্স এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক পদে হোসেন আলী খান হাসান, সিনিয়র সহসভাপতি পদে কামাল উদ্দিন, সহসভাপতি পদে মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে আবদুল আল মামুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নিহার হোসেন ফারুক, সহসাধারণ সম্পাদক পদে শাকায়েত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে এইচ এম মাসুম, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা।
এ ছাড়া সদস্যপদে মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), তাছলিমা আক্তার, কাজী আফরোজা সুলতানা (ইভা), ইয়াছিন মিয়া, মো. আবদুল বাসেত রাখী, আজহার উদ্দন রিপন, এম আর কে রাসেল, মো. তানভীর হাসান সোহেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু, সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত রোববার প্রধান নির্বাচন কমিশনার মুনশী ফখরুল ইসলাম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আর মনোনয়নপত্র বাছাই করা হবে ৯ ফেব্রুয়ারি। ওই দিনই প্রকাশ করা নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা।