মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা
মুন্সীগঞ্জ সদরের মেঘনা তীরের গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সদর থানায় পুলিশ এ মামলা করে।
গুলিবিদ্ধ নারীর স্বামী সম্রাট হোসেন বাদী হয়ে স্থানীয় ডাকাত গ্রুপের জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও সাতজনের নামে এ মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুল আলম বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ডাকাত গ্রুপের জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীর নেতৃত্বে একদল লোক প্রতিপক্ষ কালীরচর গ্রামের রাজু সরকারের বাড়িতে হামলা চালায়। এ সময় রাজুকে না পেয়ে তার বোন ৯ মাসের অন্তঃসত্ত্বা শাহনাজ বেগম পিংকিকে গুলি করে। এতে ওই নারীর উরুতে গুলি লাগে।’
এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাতে কালীরচর গ্রামের অদূরে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিঝি গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হন। এর জেরে পরদিন রাজু সরকারের বাড়িতে হামলা হয় এবং ওই নারী গুলিবিদ্ধ হন। অন্তঃসত্ত্বা ওই নারীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন বিকেলে শহরের শ্রীপল্লী এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সিজার অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ছেলে সন্তান জন্ম দেন।