ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১৩ কারারক্ষী করোনায় আক্রান্ত
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ১৩ কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা সবাই কারাগারের অসুস্থ কয়েদিদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
আজ বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান বলেন, ‘আক্রান্ত কারারক্ষীরা সবাইকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব কারারক্ষী সবাই পুরান ঢাকার কারাগারে থাকতেন। তাদের কাজ ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো।'
জেলার আরো বলেন, ‘প্রথমে একজন কারারক্ষী করোনায় আক্রান্ত হয়। সেখান থেকে একে একে অনেকেই আক্রান্ত হন। আক্রান্ত কারারক্ষীদের চিকিৎসার ব্যবস্থা জেল কর্তৃপক্ষ করেছে এবং আগামীতেও করবে।'