ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক
২৬৯ জন মার্কিন নাগরিক আজ সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হয়েছেন।
কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তাদের সঙ্গে সাতটি কুকুরও গেছে।
বিমানবন্দরের নিরাপত্তা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
আগের দিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দর পরিদর্শন করেন।
এদিকে, সোমবার বাংলাদেশে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে।
এর মধ্যে পাঁচজন মারা গেছেন এবং ১৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, যুক্তরাষ্ট্রে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশটিতে রবিবার সন্ধ্যা পর্যন্ত দুই হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।