ঢাকা-টরন্টো রুটে কাল শুরু বিমানের ফ্লাইট
ঢাকা-টরন্টো রুটে বহুল প্রতীক্ষিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। আজ রোববার বিমানের এমডি এবং সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ড. সালেহ বলেন, ‘টিকিটের হার চূড়ান্ত সাপেক্ষে আগ্রহী ভ্রমণকারীরা টিকেট সংগ্রহ করতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আজ বিকেল থেকেই বিমানের ওয়েবসাইট ব্যবহার করে এ টিকেট কাটতে পারবেন।’
বিমানের এমডি আরও বলেন, ‘টরন্টো ছাড়া বিশ্বের যে কোনো দেশের ট্রাভেল এজেন্টরাও আজ থেকে টিকেট বুক করতে পারবেন।’
মোস্তফা কামাল বলেন, ‘প্রয়োজনীয় কিছু কাজ শেষে কানাডার এজেন্টরাও আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে বিমানের ওয়েবসাইট ব্যবহার করে টিকিট কাটতে পারবেন। এর আগে বিমান কর্তৃপক্ষ ২৮ জুন থেকে টরন্টো ফ্লাইট চালু হবে বলে ঘোষণা দিয়েছিল।’
বিমান এমডি আরও জানান, ঢাকা-টরন্টো রুটে বিমানের প্রথম ফ্লাইটটি (বিজি ৩০৫) আজ দিনগত রাত সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টরন্টোর পথে উড়ে যাবে।
বিমান সূত্রে জানা গেছে, উড্ডয়নের ৮ ঘণ্টা ৩০ মিনিট পর তেল নেওয়ার জন্য (রিফুয়েলিং) ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। ফ্লাইটটি এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে ১০ ঘণ্টা ৫৫ মিনিট উড়ে টরন্টো পৌঁছাবে। একই দিনে বিকেলে টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে ফিরতি ফ্লাইট। যাত্রাবিরতি ছাড়াই একটানা ১৬ ঘণ্টা উড়ে ফ্লাইটটি দেশে ফিরবে।’
ঢাকা-টরন্টো রুটে বিমানের স্টেট-অফ-দ্য-আর্ট প্রযুক্তির বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করা হবে।
গত ২৬ মার্চ রাতে প্রায় চার কোটি টাকা খরচ করে ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রায় ১৯ ঘণ্টা উড়ে ফ্লাইটটি টরন্টো পৌঁছে। ৩০ মার্চ দুপুরে ‘প্রুভেন ফ্লাইট’ নাম দিয়ে টরেন্টো থেকে ১৬ ঘণ্টা উড়ে ফ্লাইটটি ঢাকায় নামে।
প্রথমে পরীক্ষামূলক ফ্লাইটটিকে সফল বললেও, পরে ক্ষতির কথা চিন্তা করে সরাসরি ফ্লাইট পরিচালনা থেকে সরে আসে বিমান কর্তৃপক্ষ।