দক্ষতা উন্নয়নে যৌন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
‘মূলধারার শিক্ষার সঙ্গে সমন্বিত যৌনতা শিক্ষাকে সম্পৃক্তকরণ’ শীর্ষক এক যুব সমাবেশে বক্তারা বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জীবন দক্ষতার উন্নয়নে সমন্বিত যৌনতা বিষয়ক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমন্বিত যৌনতা শিক্ষা কিশোর-কিশোরীদের জ্ঞান, দক্ষতা, মনোভাব এবং মূল্যবোধ পরিবর্তন করে যৌনতা বিষয়ে তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গী গড়ে তোলে যা তাদের নিজেদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ শুক্রবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেরাক বাংলাদেশ ও ইউনাইট ফর বডি রাইটস বাংলাদেশ অ্যালায়েন্স দুই দিনব্যাপী এ যুব সমাবেশের আয়োজন করে। শিক্ষামন্ত্রী ডা. দিপুমণি দুই দিনব্যাপী সমাবেশের উদ্বোধন করেন। আগামীকাল শনিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ সমাবেশ শেষ হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. প্রফেসর সৈয়দ গোলাম ফারুক, সাবেক সচিব ও ফ্যামিলি প্লানিং অসোসিয়েশন অব বাংলাদেশে (এফপিএবি) নির্বাহী পরিচলিক খন্দকার মো. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার, ইউনিসেফ এর শিক্ষা বিশেষজ্ঞ ইকবাল হোসেন, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের কৈশোর ও প্রজনন স্বাস্থ্য ইউনিটের প্রকল্প ব্যবস্থাপক ডা. মো. জয়নাল হক। অনুষ্ঠান পরিচালনা করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ও ইউবিআর অ্যালায়েন্সের সমন্বয়ক ড. নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ কিশোর-কিশোরী ও যুব সমাজ। বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এবং সেই সংক্রান্ত জটিলতা ও কৌতূহল কিশোর-কিশোরীদের জীবনের খুব গুরুত্বপূর্ন একটি অংশ। জেন্ডার সংবেদনশীল যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সংক্রান্ত শিক্ষা তাদের জীবন দক্ষতা এবং সার্বিক জীবন মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ড. প্রফেসর সৈয়দ গোলাম ফারুক বলেন, আমাদের দেশে যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য পাওয়া ও জানানোর ক্ষেত্রে কিছুটা দূর্বলতা রয়েছে। বাংলাদেশ সরকার ও বিভিন্ন বেসরকারি উদ্যোগে আনুষ্ঠানিক শিক্ষা ও প্রচারণার মাধ্যমে জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে জাতীয় শিক্ষা কারিকুলাম একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যার মাধ্যমে বয়ঃসন্ধিকালীন সব জনগোষ্ঠীর কাছে আনুষ্ঠানিক পন্থায় প্রজনন ও যৌনস্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য ও জ্ঞান পৌঁছানো সম্ভব।