দর্শনা পৌর নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থীর ভোট বর্জন
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচন বর্জনের ঘোষণার সময় হাবিবুর রহমানের সঙ্গে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ফারুখ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ সকাল থেকে সরকারদলীয় লোকজন বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেয়। কোনো কোনো কেন্দ্রে তাঁর এজেন্টদের ঢুকতেও দেওয়া হয়নি। এ ছাড়া সাধারণ ভোটারদের ধানের শীষে ভোট না দিতে সরকারদলীয় লোকজন ভয়ভীতিও দেখাচ্ছে। এসব কারণে তিনি নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে আজ দর্শনা পৌরসভায় ভোট গ্রহণ হচ্ছে। মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আশকার আলী।