দর্শনা সীমান্ত থেকে ৪ কেজি স্বর্ণ জব্দ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চারটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৬-বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আজ সকালের দিকে দর্শনা থানার বারাদী বিওপির নায়েক জুলহাস উদ্দিনের নেতৃত্বে টহলদল সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলারের দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ৫৭ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করে নায়েক জুলহাস উদ্দিন বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন।