পুটখালী সীমান্তে ১২ স্বর্ণের বারসহ একজন আটক
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদবাড়ী পোস্ট থেকে ১২টি স্বর্ণের বারসহ কামরুল হাসান (২০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যায় স্বর্ণগুলো জব্দ ও পাচারকারীকে আটক করা হয়।
আটক কামরুল হাসান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, ভারতে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন সংবাদে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর ই-এলাহী জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৯৫ গ্রাম। যার মূল্য প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।