দিনাজপুরে ইটচাপায় এক ব্যক্তির মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত ইটভাটায় কাজ করতে গিয়ে ইটচাপা পড়ে সাদেকুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দুর্গাপুর শালবাড়ী ডাঙ্গাপাড়ায় ‘এ বি এম’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত ব্যক্তির বাড়িতে যান।
প্রত্যক্ষদর্শী আহাদ আলী ও বাদশা মিয়া জানান, কিছু দিন আগে ইটভাটার মালিক হাফিজুর রহমান ডাবুর কাছ থেকে পরিত্যক্ত ইটভাটার এসব ইট কিনেন নিহত সাদেকুল ইসলাম। এরপর থেকে তিনি এসব ইট খোলা বাজারে স্বল্প মূল্যে বিক্রি করতেন।
প্রতিদিনের ন্যায় আজ সকালেও স্ত্রী জাহেরা খাতুন টুনিকে সঙ্গে নিয়ে ওই ভাটায় যান সাদেকুল। একপর্যায়ে পরিত্যক্ত ওই ইটভাটার চুল্লিতে প্রবেশ করে তিনি নিজেই ইট সংগ্রহ শুরু করেন। একপর্যায়ে উপর থেকে পুরাতন ইটের স্তর ধসে পড়লে তিনি তাতে চাপা পড়েন।
এ সময় তার মাথার ডান পাশের অংশ থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর।