দিনাজপুরে করোনায় চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৮
দিনাজপুরে করোনায় চারজনের মৃত্যু এবং নতুন করে ১০৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে ১০১ জনকে হাসপাতালে রেড জোনে ভর্তি করা হয়। অপর সাতজনকে স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুন পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৭২ শতাংশ। এদের মধ্যে ১০১ জনকে রেড জোনে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৯৪টি নমুনা সংগ্রহ করে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
বর্তমানে জেলায় দুই হাজার ১৭৫ জন করোনা আক্রান্ত রেড জোনে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৩০০ জনকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩৩০ জনকে নতুন করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ সময়ের মধ্যে ১৫১ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে দুই হাজার ৩২ জনকে স্বাস্থ্য বিভাগের হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ পর্যন্ত জেলায় ৬৫ হাজার ৭২২ জনের নমুনা সংগ্রহ করে ৫৪ হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় নতুন আক্রান্ত ১০৮ জনের মধ্যে সদর উপজেলাতেই ৪৫ জন। এ ছাড়া বিরলে ১১ জন, বিরামপুরে একজন, বীরগঞ্জে দুজন, বোচাগঞ্জে ১০ জন, চিরিরবন্দরে তিনজন, হাকিমপুরে একজন, কাহারোলে পাঁচজন, ফুলবাড়ীতে ১৯ জন, ঘোড়াঘাটে একজন ও পার্বতীপুর উপজেলায় ১০ জন।
এ পর্যন্ত জেলায় করোনায় ১৯৪ জন মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০১, বিরলে ১১ জন, বিরামপুরে ১২ জন, বীরগঞ্জে সাতজন, বোচাগঞ্জে ছয়জন, চিরিরবন্দরে ১৫ জন, ফুলবাড়ীতে ১১ জন, হাকিমপুরে চারজন, কাহারোলে ছয়জন, খানসামায় পাঁচজন, নবাবগঞ্জে চারজন ও পার্বতীপুর উপজেলায় ১২ জন।
অপরদিকে, দিনাজপুর শহরে করোনার বিস্তার বৃদ্ধি পাওয়ায় শহরের সরকারি কলেজ মোড়, উপশহর, মুন্সিপাড়া, চাউলিয়াপট্টি শহীদ মিনার মোড়, চাউলিয়াপট্টি বেড়িবাঁধ মোড়সহ বিভিন্ন স্থানে যানবাহন ও পথচারী চলাচল নিয়ন্ত্রণে বাঁশ বেঁধে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।