দিনাজপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
দিনাজপুরে নিরাপদ সড়ক ও দিনে ভারী যানবাহন বন্ধসহ ১০ দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে সেন্ট ফিলিপস উচ্চবিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকিরের কাছে একটি স্মারকলিপি দেয়।
বিদ্যালয়টির শিক্ষার্থীদের স্বাক্ষরিত স্মারকলিপির দাবিগুলোর মধ্যে রয়েছে—দিনাজপুর জেলা শহরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের এলাকায় সব ধরনের ভারী যানবাহন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ ঘোষণা, যানবাহনের গতিসীমা নির্ধারণ এবং বেপরোয়া যান চলাচল বন্ধসহ স্কুল শুরু এবং শেষে রাস্তাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।
গত রোববার সন্ধ্যা ৭টার দিকে সেন্ট ফিলিপস উচ্চবিদ্যালয় এবং কলেজের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. ফায়াজ আল গালিব শহরের বালুবাড়ী এলাকায় নিমকালী মন্দির মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়। এরপর আজ মানববন্ধন ও ১০ দাবি তোলে শিক্ষার্থীরা।