মির্জা ফখরুলের হাতে ‘নিরাপদ সড়ক চাই’ প্রকাশনা দিলেন ইলিয়াস কাঞ্চন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নন্দিত চলচ্চিত্র অভিনেতা এবং সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মির্জা ফখরুলের হাতে করে একটি প্রকাশনা তুলে দেন ইলিয়াস কাঞ্চন।
মহাসচিবের সাথে আলোচনায় ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবত নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করে যাচ্ছি আপনি ও আপনারা অবগত আছেন। তার একটা প্রকাশনা আপনাকে দিয়েছি।
নিরাপদ সড়ক চাই এর মহাসচিব বলেন, আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটা সেমিনার করার প্রস্তুতি নিচ্ছি। আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। সেমিনারে আপনার উপস্থিতি ও বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ।
এসময় সিনিয়র সাংবাদিক লিটন এরশাদ উপস্থিত ছিলেন।