দিনাজপুরে ৫০০ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ
দিনাজপুর স্টেডিয়ামে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত গৃহকর্মী, মেসকর্মী ও তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার (খাদ্য সহায়তা) বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, ‘করোনার এই মহামারিতে মানুষ যেন কষ্টে না থাকে এবং আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর বাড়িতে আনন্দ ও উৎসাহ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী প্রতিবারের মতো এবারও করোনাকালীন কর্মহীন মানুষদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন।’
জেলা প্রশাসক সবাইকে স্বাস্থ্য বিধি মেনে নিজ, পরিবার, সমাজ ও দেশকে ভালো রাখার স্বার্থে মাস্ক ছাড়া বাহিরে বের না হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।
অনুষ্ঠানে দিনাজপুরের ৫০ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া সম্প্রদায়) এবং ৪৫০ জন করোনাকালীন ক্ষতিগ্রস্ত গৃহকর্মী, মেসকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেওয়া হয়